আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়

কদমতলা, শ্যামনগর, সাতক্ষীরা

আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়

কদমতলা, শ্যামনগর, সাতক্ষীরা

এতদ্বারা অত্র আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র/ছাত্রীদের অবগত করানো যায় যে, আগামী 01/09/2025 তারিখ রোজ সোমবার থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং 07/09/2025 তারিখ রোজ রবিবার পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিস পরিশোধ পূর্বক রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে বলা গেল। বিষয়টি অতীব জরুরী।

Text size A A A
Color C C C C

প্রতিষ্ঠান পরিচিতি

আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশের    সর্ব    দক্ষিনে   সাতক্ষীরা    জেলার    অর্ন্তগত    শ্যামনগর   উপজেলা   ৯   নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেষে অবহেলিত ও প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টি অবস্থিত।  মরহুম   আলহাজ্ব   আব্দুল ওহাব  মোল্লা   সাহেব  স্বপ্ন দেখছিলেন এই  অবহেলিত জনগোষ্ঠির মাঝে জ্ঞানের আলো ছড়াতে। তাই তিনি ইং ১৯৬৭ সালে নিজ নামীয় জমি থেকে ১.০০  একর   এবং   তার  আপন   ভ্রাতা   মরহুম   জনাব   আলহাজ্ব    আব্দুল  খালেক  মোল্যা  ১.০০   একর   মোট   ২.০০  একর   জমি   দান   করে   উক্ত  বিদ্যালয়টি  প্রতিষ্ঠা   করেন   এবং বিদ্যালটির  নামকরণ  করেন  আবাদচন্ডিপুর  জুনিয়র  স্কুল  পরবর্তিতে এলাকার জনগোষ্ঠির মধ্যে  লেখাপড়া  শেখার   আগ্রহ দেখে বিদ্যালটির  স্তর উন্নয়েনর জন্য আগ্রহী হন।সে লক্ষ্যে তিনি  শিক্ষা  বিভাগের  মাধ্যমে  ইং ১৯৯৩ সালে  বিদ্যালয়টি  মাধ্যমিক  পর্যায়ে উন্নীত করেন এবং    বিদ্যালয়টির   নামকরণ    করেন    আবাদচন্ডিপুর    মাধ্যমিক    বিদ্যালয়।   প্রতিষ্ঠানটি  প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এই অবহেলিত জনগোষ্ঠির মাঝে আলোকবর্তিকা হিসাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।

 

 

 

 

 

প্রতিষ্ঠাতা

স্বর্গীয় ফকির চাঁদ মন্ডল

প্রতিষ্ঠাতা

সভাপতি

তপন কুমার মণ্ডল

সভাপতি

প্রধান শিক্ষক

মোঃ মোশারফ হোসেন

প্রধান শিক্ষক

সহকারী প্রধান শিক্ষক

মোঃ মাহাবুবুর রহমান

সহকারী প্রধান শিক্ষক

জরুরী হটলাইন

জাতীয় সংগীত